বিনোদন

মেয়ের প্রেমের কথা শুনলে অজয় কি করবেন, জানালেন কাজল

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের দুই কিংবদন্তি অজয় দেবগান ও কাজল যখন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে হাসি-ঠাট্টায় মাতেন, তখন তাদের সন্তানদের সম্পর্কে কথাবার্তা যেন আরও বেশি মিষ্টি হয়ে ওঠে। 

সম্প্রতি গণমাধ্যমের কাছে কাজল এক সাক্ষাৎকারে তার মেয়ে নাইসা দেবগানকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যেটি একদিকে যেমন হাস্যরসের জন্ম দিয়েছে ঠিক তেমনি ভক্তদের মনেও এক গভীর চিন্তা ছড়িয়ে দিয়েছে। 

মুম্বাইয়ের এক রেস্তরাঁ থেকে নৈশভোজ সেরে বেরোনো নাইসার ভিডিও শেয়ার হওয়াই যেন এখন তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে সেই ভিডিওগুলো নিয়ে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করার অভিযোগও ওঠে তাকে নিয়ে। তবে এসব বিতর্কের মধ্যে কাজল যেন তার মেয়ের প্রতি স্নেহের সুরে মন্তব্য করলেন। কাজল জানালেন নাইসা তার বাবা অজয়ের সামনে প্রেম বা প্রেমিক নিয়ে কখনও কথা বলতে সাহস পান না। 

প্রশ্নে কেন বললে, কাজল হাসতে হাসতে বলেন, নাইসা ভালো করেই জানে যদি সে বাবার কাছে প্রেম নিয়ে কিছু বলে অজয় তখন হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে , ছেলেটা কোথায়? এখনই সামনে নিয়ে এসো!

কাজল জানিয়েছেন , বাবার এমন প্রতিক্রিয়া হবে ভেবেই নাইসা তার প্রেমের কথা কখনই অজয়ের কাছে খুলে বলার সাহস পান না । তবুও কাজল তার কন্যার প্রতি অদ্ভুত ধরনের স্নেহ এবং সমর্থন জানাতে ছাড়েননি। তিনি বলেন, প্রেমের ব্যাপারে কিছু জানাতে চাইলে নাইসা আমার কাছেই আসে। তার প্রেমের কথা শুনলে বাবার অবস্থা হয়তো আরও কঠিন হয়ে যাবে।  

তবে নাইসার ভাই যুগের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা। এক সাক্ষাৎকারে অজয় নিজেই বলেছিলেন, যুগ আর আমি একে অপরের সঙ্গে সব বিষয়ে খোলামেলা আলোচনা করি। সে যদি প্রেম নিয়ে কিছু শেয়ার করতে চায়, আমি সানন্দে শুনি। আমাদের মধ্যে একে অপরকে বোঝার গভীর সম্পর্ক রয়েছে।

কিন্তু একটা মজার ব্যাপার হলো যুগের সঙ্গে তার বাবার সম্পর্ক যেখানে একেবারে খোলামেলা, সেখানে নাইসার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো। আর এই পার্থক্যটিই কাজল এত হাস্যকরভাবে তুলে ধরলেন যে পুরো ঘটনা সকলের কাছে কৌতূহলে পরিণত হয়ে গেছে।

বর্তমানে কাজল তার পরবর্তী ছবি ‘মা’ নিয়ে ব্যস্ত । যেখানে তিনি একজন কড়া মায়ের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, অজয় তার নতুন সিনেমা ‘রেড ২’ নিয়ে শুটিংয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। এই সময়টায় তাদের দুই সন্তান তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত । 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন অজয় দেবগান | কাজল