রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে তিনি প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে যান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের দিনেই তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন আরও তিনটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন। এগুলো হলো—উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা এবং উত্তরা পূর্ব থানা।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার থানা পরিদর্শনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক ফয়সল হাসান।
এসি//