দেশজুড়ে

পুঁটি মাছ কাটা নিয়ে তর্ক, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুঁটি মাছ কাটা নিয়ে তর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক ব্যক্তি। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।   

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।   

অভিযুক্ত বাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। আর নিহত মৌসুমী আক্তার (২৯) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়অভিযুক্ত বাছির পেশায় একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। শনিবার বিকেলে কোম্পানিগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে যান তিনি।  আর সেই মাছগুলো কাটতে পারবেন না বলে পুঁটিমাছগুলো স্বামীর দিকে ছুড়ে মারেন স্ত্রী মৌসুমী আক্তার । এতে ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন বাছির।         

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান , হত্যার পর স্বামী বাছির উদ্দিন (৩৫) নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন।  পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।  

 

 এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লা | স্ত্রীকে শ্বাসরোধ