আন্তর্জাতিক

ভারতীয়-বাংলাদেশিসহ পাঁচ হাজার শিক্ষার্থীর মার্কিন ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর নজরদারি ও ভিসা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এআইএলএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী।

প্রতিবেদন অনুযায়ী, বাতিল হওয়া ভিসার ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ ও নেপালের কিছু শিক্ষার্থীরাও তালিকায় রয়েছেন। হঠাৎ এই সিদ্ধান্তে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এসইভিআইএস পোর্টালের তথ্য অনুযায়ী, চার হাজার ৭৩৬ জন শিক্ষার্থীর ভিসা স্ট্যাটাস বাতিল করা হয়েছে, যাঁদের বেশিরভাগই এফ-ওয়ান ভিসাধারী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে।  অভিবাসন, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল, সরকারি চাকরি থেকে ছাঁটাইসহ নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। 

ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান-নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হলো- ৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ভিসা