গাজা উপত্যকার বেইত হানুন এলাকায় হামাসের হামলায় এক ইসরাইলি সেনা মারা গেছেন। আহত হয়েছেন আর পাঁচ সেনা । যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শনিবার বিকেলে এই হামলা হয় বলে জানায় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
নিহত সেনার নাম গা’লেব স্লিমান আলনাসাসরা। তিনি গাজা ডিভিশনের নর্দার্ন (উত্তর) ব্রিগেডের ট্র্যাকার হিসেবে কর্মরত ছিলেন। ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনো ইসরাইলি সেনা নিহত হলেন।
ইসরাইলের সামরিক বাহিনী, আইডিএফ জানায়, দুপুর ১টার দিকে ইসরাইলি সেনাদের একটি কনভয় গাজার অভ্যন্তরে লজিস্টিক রোড ধরে চলছিল। তখন হামাসের সদস্যরা একটি টানেল শ্যাফ্ট থেকে বের হয়ে সেনাদের গাড়ির দিকে গুলি ও আরপিজি (রকেট-প্রোপেলড গ্রেনেড) ছুঁড়ে। এই হামলায় ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের তিনজন নারী সেনা আহত হন। যাদের মধ্যে দুজন অফিসার ও একজন কমব্যাট মেডিক ছিলেন।
আইডিএফ আরও বলছে, হামলার পর তারা হামাসের যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে একের পর এক হামলা চালিয়েছে।
এসকে//