যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ থেকে ২৩ এপ্রিল এই সফর করবেন তিনি।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বরাতে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তিনি বলেন, এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, সামরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মত সৌদি আরব সফরে যাচ্ছেন।
অপরিশোধিত তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবারহে সৌদি আরব ভারতের তৃতীয় বৃহত্তম উৎস।
এনএস/