খেলাধুলা

ভালভার্দের শেষ সময়ের গোলে রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

রিয়াল মাদ্রিদ মানেই অতিরিক্ত সময়ে গিয়ে নাটকীয়তা তৈরি করা। ম্যাচের মোড় ঘুরিয়ে নিজের পক্ষে নিয়ে আসা। গুরুত্বপূর্ণ ম্যাচে এবারও সেই ধারাবাহিকতা রাখল রিয়াল। রোববার (২০ এপ্রিল) রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গোলশূন্য শেষ হয়ে যাওয়ার মুহূর্ত তৈরি হয়েছিল। সেখানে ম্যাচের ৯৩তম মিনিটে গিয়ে ফেদেরিকো ভালভার্দের দারুণ এক ভলিতে জয় ছিনিয়ে নেয় রিয়াল।

ম্যাচজুড়ে রিয়াল বেশ ভালো আক্রমণ বজায় রেখেছিল। কিন্তু অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিরোধের সামনে সেসব আক্রমণ পাত্তা পায়নি। রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম দ্বিতীয়ার্ধে গিয়ে চমৎকার এক হেডে প্রায় গোল দিতেই বসেছিলেন। সেই হেড ঠেকিয়ে দিয়েছেন বিলবাও গোলরক্ষক উনাই সিমন।

শেষমেশ প্রতিপক্ষ দল যখন বল ক্লিয়ার করতে যান, সেটির সুযোগ নিয়ে ভালভার্দে গোল পেয়ে যান যোগ করা সময়ে গিয়ে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৯, যা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট কম।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল মাদ্রিদ | অ্যাথলেটিক বিলবাও