জাতীয়

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতার যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে ‘আর্থনা সামিট-২০২৫’ এ  যোগ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন- ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা, ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন কাতার | প্রধান উপদেষ্টা | ‘আর্থনা সামিট-২০২৫’