পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় শুক্রবার বোমা বিস্ফোরণে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। কোয়েটার মারগেট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবরটি নিশ্চিত করে কোয়েটার উপ-পুলিশ কমিশনার সাদ বিন আসাদ বলেন, বিস্ফোরণে চারজনের নিহতের পাশাপাশি তিনজন আহত হয়েছেন। এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখে অভিযান পরিচালনা করছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে মোটর সাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটনা হয়।
এর আগে, ১৫ এপ্রিল বেলুচিস্তানের মাস্তাং এলাকায় বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য মারা যান। এই ঘটনায় আহত হয় আরও ১৬ জন।
এনএস/