খেলাধুলা

আজ এল ক্ল্যাসিকোতে ফিরতে পারবে রিয়াল? অপেক্ষায় বার্সা

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

এল ক্ল্যাসিকোর সবশেষ দুই ফলাফলে জমজমাট অবস্থানে বার্সেলোনা। গত অক্টোবরে ৪-০ গোলে, এরপর জানুয়ারিতে ৫-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় তারা। রিয়াল একেবারেই পাত্তা পায়নি ম্যাচ দুইটিতে। এমন দুর্দশার পর তৃতীয় দেখায় ফিরে আসার গল্প বুনতে পারবে কি না দলটি, তাই এখন দেখার বিষয়।

এর আগের দুই ম্যাচ ছিল লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। এবার দুই দলের সামনে কোপা দেল রে ফাইনাল। যেখানে বার্সার শিরোপা ৩১ টি, রিয়ালের ২০ বার।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ফাইনালে এর আগে ৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে রিয়াল ৪ বার, বার্সা ৩ বার জয়ের দেখা পেয়েছে।

এবার অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা জটিলতা তৈরি হয় রিয়াল শিবিরে। রিয়ালের কিছু অভিযোগের প্রেক্ষিতে ম্যাচের রেফারি সরিয়ে নেওয়ার দাবি জানায় দলটি। কিন্তু এই দাবি খারিজ করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ।

এরপর তারা ম্যাচের আগের সব আনুষ্ঠানিকতা বর্জন করেন; এরমধ্যে ছিল ম্যাচের আগের দিনের অনুশীলন ও সংবাদ সম্মেলন।

আজ, শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে’র ফাইনালে বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হবে দুই দল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সেলোনা | রিয়াল মাদ্রিদ | কোপা দেল রে ফাইনাল