দেশজুড়ে

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরের তিনটি এলাকায় দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন,  নাফিজ (১৮),মো. সিফাত (১৬),আরমান ইসলাম রাজিম (১৭),রাকিব হোসেন (১৬) এবং মেহেদী হাসান (২৪)।

শনিবার (২৬ এপ্রিল) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরের কান্দিরপাড় এলাকার রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপের সদস্যরা মহড়া দেয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিকেলে নগরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অস্ত্রের মহড়ার কারণে এসব এলাকার বেশ কয়েকটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি মহিনুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়বিগত সময়ে ধারাবাহিকভাবে অভিযানের কারণে কিশোর গ্যাং প্রায় নিষ্ক্রিয় ছিল। তবে নতুন করে তারা মাথাচাড়া দিতে চাইছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কিশোর গ্যাং