বিনোদন

এই বছরেই মুক্তি পাবে কাজলের তিনটি সিনেমা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের চিরন্তন ও চিরচেনা মুখ কাজল মুখার্জি ।  যিনি বছরের পর বছর ধরে তার অসাধারণ অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে শুরু করে আজ পর্যন্ত কাজলের সিনেমাগুলোর প্রতিটি দৃশ্য আজও দর্শকদের মনে জীবন্ত।  তবে গেলো বছরের ২৫ অক্টোবর যখন তার ‘দো পাট্টি’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেলো , তখনই তার ভক্তরা নিশ্চিত হয়ে যান দীর্ঘ সময় পর তিনি আবারও সাফল্যের শিখরে পৌঁছাতে চলেছেন। শশাংক চতুর্বেদি পরিচালিত এই ড্রামা-থ্রিলারে ইন্সপেক্টর চরিত্রে কাজলের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।  তিনি প্রমাণ করেছেন যে , এখনো বলিউডে তিনি অন্যতম শক্তিশালী তারকা। 

কাজল সব সময় চরিত্রের গভীরতা ও সংবেদনশীলতা নিয়ে সতর্ক সিদ্ধান্ত নিয়ে থাকেন।  তার পছন্দের সিনেমা শুধুমাত্র ভালো কাহিনীর ভিত্তিতে নয় চরিত্রের বৈশিষ্ট্য এবং সঙ্গতি অনুযায়ী।  এমনকি মনসুর খান পরিচালিত সুপারহিট ‘জোশ’ সিনেমায় শাহরুখ খানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন ‘ওটা ছিল আমার সঠিক সিদ্ধান্ত’।  এই সিদ্ধান্তেই অটল থেকে নিজেকে তার নিজের শর্তে প্রতিষ্ঠিত করেছেন তিনি।  এরপর ঐ চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই।

২০২৩ সালের প্রস্তাবিত তিনটি সিনেমা এই বছর মুক্তি পেতে চলেছে, যা কাজলের অভিনয় জীবনের আরেকটি দারুণ অধ্যায় হতে চলেছে।  ২৭ জুন মুক্তি পাবে ‘মা’ সিনেমা যেখানে কাজল অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া এবং সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত , রনিত রয় প্রমুখ।  এরপর মুক্তি পাবে ‘সারজামিন’ সিনেমা , যেখানে কাজল অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।  তার সহ-অভিনেতা পৃত্থিরাজ সুকুমারান।  তবে সবচেয়ে বেশি আগ্রহ সৃষ্টি করছে ‘মহারানি : কুইন অব কুইন্স’ নামক সিনেমাটি , যেখানে কাজল মুখ্য চরিত্রে অভিনয় করছেন।  এটি পরিচালনা করেছেন চারন তেজ উপলাপতি এবং এতে তার সাথে আরও অভিনয় করেছেন প্রভু দেবা , নাসিরউদ্দিন শাহ। 

কাজল বরাবরই স্পষ্টবক্তা।  সম্প্রতি একটি গুজব ছড়িয়েছিল যে , তাকে ‘গাদার : এক প্রেমকথা’ সিনেমায় সকিনা চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।  কিন্তু কাজল নিজেই মিডিয়াকে জানিয়ে দিয়েছেন , আমাকে ওই সিনেমায় অভিনয়ের জন্য কেউ প্রস্তাবই দেননি।  তার স্পষ্ট ও সোজাসাপ্টা জবাব গুজবের মুখে পরিস্কার বার্তা পাঠিয়েছে।

আজ ৫০ বছরে পা দিয়েও কাজলের অভিনয়যাত্রা একদম নতুন উচ্চতায় পৌঁছেছে।  তিনি যে তেজ ও উজ্জ্বলতায় অভিনয় করছেন তা দেখিয়ে দিয়েছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা।  এই বছরেই তার তিনটি সিনেমা মুক্তি পাবে ।  যেগুলো নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় হিসেবে মনে রাখা হবে।

কাজল এখনও তার অপ্রতিম প্রতিভা এবং অভিব্যক্তির মাধ্যমে বলিউডে নিজের স্থান অটুট রেখেছেন।  আর তার অভিনয়প্রেমী ভক্তদের জন্য তিনি প্রতিনিয়ত নতুন চমক নিয়ে আসছেন।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কাজল মুখার্জি | বলিউড