কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে ভারতের পণ্য পরিবহণ আপাতত বন্ধ আছে। এতে দিল্লি ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হারাতে পারে।
পাকিস্তানের বিজনেস ফোরামের বরাতে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজনেস ফোরামের কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে ভারত। আর এই সময়ে পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে ভারত আফগানিস্তানে রপ্তানি করেছে ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য।
পাকিস্তানের বিজনেস ফোরামের প্রেসিডেন্ট খাজা মেহবুব উর রেহমান বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি ব্যবসায়ী সম্প্রদায়ের পূর্ণ সমর্থন আছে। কয়েকবছর পরপর ভারতে কোন ঘটনা ঘটলে পাকিস্তানকে দোষারোপ করা অগ্রহণযোগ্য।
এনএস/