সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এরই মধ্যে অনেক সময় চলে গেছে। আলোচনা শেষ। জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে, জাতি জানুক।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, সংস্কার প্রস্তাবের যেসব বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে তার বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই। এর বাইরে কিছু করতে হলে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না। সবাই একমত হতে হবে, এটা যারা চিন্তা করে সেটা তো বাকশালি চিন্তা। সেটা শেখ হাসিনার পিতা করেছিলেন’।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা সেটাকে বাস্তবায়নের জন্য প্রত্যেকটি দলের সঙ্গে বিএনপি কথা বলছে। তারাও বিএনপির সঙ্গে কথা বলছেন।
আজকের বৈঠক প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একে-অপরের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। যেটা এত বছর বাংলাদেশে ছিল না সেটাই বিএনপি করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ না করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এখন জনগণের দাবি। সেটাতে সরকারকে মনোযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে, সেগুলোতে সবাই একমত হবে, সেই চিন্তা করে তো নির্বাচন পিছিয়ে নিতে পারেন না। কিংবা ঘোলাটে পরিবেশ করতে পারেন না।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও লিয়াঁজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
বৈঠকে বিজেপির ১০ সদস্যের প্রতিনিধি দলে চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ছাড়া অংশ নেন মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ,প্রমুখ।
আই/এ