বিনোদন

ক্যামেরার বাইরে নিখাদ সম্পর্ক, মৌসুমীর প্রশংসায় নুসরাত

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

একদিকে ক্যামেরা-আলো-অ্যাকশন , অন্যদিকে হেঁশেল-সংসার-নিভৃত ভালোবাসা।  দুই ভুবনের মাঝে যখন অভিনেত্রী নুসরাত জাহান নিজের ভারসাম্য খুঁজে নেন , তখন সেই যাত্রায় এক অনন্য সঙ্গী হয়ে উঠেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।  সময়ের ব্যবধানে প্রজন্ম বদলালেও সম্পর্কের রসায়ন , পারিবারিক আবহ আর পেশাদারিত্ব সবই যেন এক অদৃশ্য সুতায় বাঁধা পড়ে গেছে 'আড়ি' সিনেমার সেটে।

জিৎ চক্রবর্তীর পরিচালনায় এই সিনেমার পর্দায় যশ দাশগুপ্ত হলেন মৌসুমীর ছেলে , আর বৌমা নুসরাত ।  তবে অভিনয়ের গণ্ডি পেরিয়ে সম্পর্ক পৌঁছে গেছে মনের গভীরে।  অভিনয়ের বাইরে নুসরাত যে মৌসুমীর জবরদস্ত শাশুড়ি হয়েছেন , তা তিনি অকপটে স্বীকার করেছেন।

নুসরাত গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে বলেন , মৌসুমী চট্টোপাধ্যায় ভীষণ ছেলেমানুষ, কথায় কথায় মজা করেন, খুনসুটিতেও মাতেন।  আবার ক্যামেরা অন হলে একদম বদলে যান একেবারে অভিনয়ের প্রতিমায়।  এত বয়সেও অভিনয়ের প্রতি তিনি এত নিবেদিতপ্রাণ। 

তার প্রশংসার ঝুলি এখানেই হালকা হয়নি ।  নুসরাতের মুখেই শোনা গেল এমন এক অভ্যাসের কথা , যা আজকের দিনে একেবারে দেখা যায় না বললেই চলে।  তিনি শুটিংয়ের সময় ফোন ধরেন না।  আর বাড়ি ফিরলে ব্যস্ত থাকেন সংসার নিয়ে।  ফোন থেকে একদম দূরে থাকেন তিনি। এই আচরণটা খুব ভালো লেগেছে নুসরাতের। 

অন্যদিকে , মৌসুমী বলেন নুসরাত গ্ল্যামার আর বাস্তবতার মাঝে ভারসাম্য রক্ষা করতে জানেন ।  তার এই শৃঙ্খলা তাকে অভিভূত করেছে। হয়তো এই কারণেই রসায়ন এত বিশ্বাসযোগ্য ও এত বাস্তব।

নুসরাত আরও বলছেন , ছোট থেকেই মৌসুমী চট্টোপাধ্যায়ের নাম শুনে বড় হওয়া তার।  তার বাবা-মাও নাকি মৌসুমীর ভক্ত ছিলেন ।  আজ নিজেই মৌসুমীর সঙ্গে অভিনয় করছেন এ যেন তার এক স্বপ্নপূরণ। একসঙ্গে যে কাজ করতে পারব , কোনো দিনও ভাবিনি ।  নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে । 

গণমাধ্যম প্রশ্ন করেছিলেন তবে কি শুধুই ‘আড়ি’তে শেষ হবে এই যাত্রা? না কি সামনে আরও কিছু করার চিন্তা ভাবনা আছে?  

নুসরাত উত্তরে বলেন অবশ্যই থাকবেন।  তবে এখনই জানতে চাইবেন না পরের ছবি কী! ‘আড়ি’র প্রচার চলছে , তার পর একটু বিশ্রাম , তারপর ভাবা যাবে।

প্রজন্ম বদলায় , সময় পাল্টায়। কিন্তু কিছু সম্পর্কের রসায়ন চিরন্তন।  সেট হোক বা বাস্তব জীবন মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা আর নুসরতের বিনয়-সংযম মিলেই গড়ে উঠছে এক নতুন ধারার অভিনয়-সংসার। যেখানে মায়া , মর্যাদা আর মানসিক সংযোগের ছোঁয়া আজও দর্শকের চোখে জল এনে দিতে পারে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন নুসরাত | মৌসুমী চট্টোপাধ্যায়