প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনৈতিক নেতাদের সহযোগিতা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চালু করা। তবে রাজনৈতিক সমর্থন ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।’
সিইসি জানান, দেশের আর্থসামাজিক অবস্থা ও শিক্ষার বাস্তবতা বিবেচনা করে একটি কার্যকর ও স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘কম খরচে, জনগণের আস্থা বজায় রেখে প্রবাসীদের ভোটাধিকার চালু করতে চাই।’
বিশ্বের অনেক দেশ আউট অব কান্ট্রি ভোটিং চালু করলেও নানা জটিলতায় অনেকেরই তা সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই, সীমিত পরিসরে হলেও শুরুটা হোক।’
সেমিনারে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে ভোটার উপস্থিতির হারও কমে যায়। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই এই নির্বাচনী উৎসবে প্রবাসীরাও সমানভাবে অংশ নিক।’
সেমিনারে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ এ সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
এমএ//