কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। এ ঘটনার জের ধরে প্রায় প্রতিরাতেই দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। সবশেষ সোমবার (২৮ এপ্রিল) রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। টানা পঞ্চম রাত কাশ্মীর সীমান্তে এ ঘটনা ঘটলো।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, ২৮ এপ্রিল দিবাগত রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে এলওসি (জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা) বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়।
তবে ভারতীয় গণমাধ্যমে এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভারতীয় ভিসা বাতিলসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।
এর জবাবে পাকিস্তান ভারতে পরমাণু হামলার হুমকিসহ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এছাড়া সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় নাগরিকদের পাকিস্তানি ভিসা বাতিল, বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তান।
এমএ//