মেয়াদ উত্তীর্ণ চা পাতা নিয়ম বর্হিভুত ভাবে সংরক্ষণ করার অপরাধে পাবনার ঈশ্বরদীতে শাওন চা কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের নারিচা এলাকায় অবস্থিত শাওন চা কোম্পানিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। র্যাব -১২, সিপিসি-২ পাবনার ক্যাম্পের একটি চৌকস দলকে সাথে নিয়ে, অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, মেয়াদ উত্তীর্ণ চা নিয়ম বর্হিভুত ভাবে সংরক্ষণ করায় কোম্পানিটির মালিক আব্দুস সালামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, যে সকল ব্যবসায়ীরা ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আই/এ