চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচটি গিয়েছিল অঘোষিত ফাইনাল। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই লড়াইয়ে আবাহনীর কাছে ৬ উইকেটে হারে মোহামেডান।
হারার পর দর্শকদের দুয়ো শুনে মেজাজ হারিয়ে ফেলেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ। ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎ গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির দিকে তেড়ে যান তিনি। রেলিং টপকে গ্যালারিতে ঢুকে এক দর্শককে আক্রমণ করতে যান এই অলরাউন্ডার। এ সময় অন্য খেলোয়াড়, কর্মকর্তারা তাঁকে মাঠে ফিরিয়ে আনেন।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের এমন আচরণ ভালোভাবে নেননি গ্যালারির দর্শকেরা। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি রিয়াদকে।