দেশজুড়ে

সেতুর ভগ্নাবশেষ গায়েব, দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নতুন সেতু নির্মাণের কারণে ভেঙে ফেলা হয়েছে একটি পুরাতন সেতু। নিয়ম অনুযায়ী সেই পুরাতন সেতুর ভগ্নাবশেষ নিলামের মাধ্যমে বিক্রির কথা। কিন্তু এসব ভগ্নাবশেষের  অধিকাংশ অংশ রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল প্রথমে তাড়াশ-কাটাগাড়ী সড়কের নির্মাণাধীন সেতু এলাকা পরিদর্শন করেন। সেখানে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করেন।

পরে তারা উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং পুরাতন সেতুর নিলাম প্রক্রিয়া ও নতুন সেতু নির্মাণ সংক্রান্ত সব নথিপত্র খতিয়ে দেখেন।

 

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক কর্মকর্তা সাধন চন্দ্র সূত্রধর জানান, প্রাথমিক অনুসন্ধান এবং কাগজপত্র পর্যালোচনার ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, চূড়ান্ত তদন্ত শেষে সকল নথিপত্র বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সিরাজগঞ্জ | দুদক