যাত্রাবাড়ী ও ভাটারা থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইভাবে, বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালতে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড এবং ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পাশাপাশি, বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের দুই দিনের রিমান্ডও অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আদালতে শুনানির সময় তদন্ত কর্মকর্তা জানায়, এসব অভিযুক্ত ব্যক্তিরা ২০১৩ সালের জুলাই আন্দোলনকে প্রতিহত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন।
এর আগে একই মামলায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে নৌপথে পলায়নরত অবস্থায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছিল, আর গত সেপ্টেম্বর মাসে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের সকলকে বিভিন্ন সময় রিমান্ডে নেওয়া হয়েছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টার মামলায় এসব নেতাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসি//