দেশজুড়ে

প্রতিবন্ধী সন্তানকে নদীতে ফেলে দিলেন মা

ছবি: সংগৃহীত

অভাবের তাড়নায় মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্রীজের ওপর থেকে নিজের ছেলেকে ফেলে দিয়েছেন মা। ঘটনার পর  নাসির উদ্দিন (১৫) নামের ওই কিশোর এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই সন্তানের মা রিজিয়া বেগম নিলিমাকে (৪৫) পুলিশ আটক করেছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে  উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচ্চামারা  এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপরে এ ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই ছয় বছরের একটি মেয়ে ও প্রতিবন্ধী একটি ছেলেকে নিয়ে  সেতুর রেলিংয়ের উপরে বসে ছিল এক নারী। এসময় সেতুতে চলাচলকারীরা ওই মহিলাকে সাহায্য করতে চাইলে তিনি রাগান্বিত হতেন। পরে সন্ধ্যা ৮টার  দিকে সেতুর ওপরে মানুষের চলাচল কিছুটা কমে এলে রেলিংয়ের ওপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন।

এসময় ঘটনাটি দেখে ফেলেন বিপরীত পাশে রেলিংয়ের উপরে থাকা স্থানীয় কিছু লোকজন । পরে তারা এগিয়ে গেলে রিজিয়া বেগম নিলিমা নামের (৪৫) বছর বয়সের ওই মহিলা অকপটে স্বীকার করে বলেন, জন্মের পর থেকেই নাসির উদ্দিন প্রতিবন্ধী। হাত পা চিকন, কথা বলতে পারে না, চোখে দেখে না, দাঁড়াতেও পারে না।

এদিকে স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেটি এখন সংসারের বোঝা  দীর্ঘ ১৫ বছর প্রতিবন্ধী সন্তানকে লালন-পালন করলেও সন্তানটি যেন এখন তার অভাবের সংসারে একমাত্র যন্ত্রণার কারণ এমনটি মনে করেই নিজের সন্তান নদীতে ফেলে দেন তিনি।

পরে জাতীয় জরুরী নাম্বারে কবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরানের  নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়াল খাঁ সেতুর ওপর থেকে একটি মেয়েসহ ওই নারীকে হেফাজতে নেয়। পরে তাকে শিবচর থানায় আনা হয়।

প্রসঙ্গত, পানিতে ফেলে দেওয়া সন্তানটিকে উদ্ধারের জন্য, পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

আই/এ