সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে শ্রমিক সমাবেশটি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
প্রধান অতিথি'র বক্তব্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, যুগে যুগে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঐতিহাসিক একটি দিন ১লা মে। এই দিনটির তাৎপর্য ধারন করে প্রতিটি শ্রমিকের অধিকার বিষয়ে সচেতন থাকতে হবে।
উল্লাপাড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল সরকার প্রমূখ।
এসকে//