মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের শেষ ঘণ্টা কী বাজছে? এই প্রশ্ন আবার নতুন করে উঠেছে। চলমান আইপিএলে এরমধ্যে বিদায় ঘটে গেছে চেন্নাই সুপার কিংসের। প্রথম দল হিসেবেই বিদায় নিয়েছে তারা।
ধোনিকে নিয়ে নতুন করে আলোচনা ওঠার কারণ তিনি নিজেই। বুধবার (৩০ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। সেই ম্যাচে টস করতে নেমেছিলেন ধোনি। সেসময় চেন্নাই অধিনায়ককে ধারাভাষ্যকার ড্যানি মরিসন প্রশ্ন করেন, তিনি কি পরের বছর আইপিএল খেলবেন, না তার আগেই অবসরে যাবেন?
এই প্রশ্নে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকরা আওয়াজ তোলেন। ধোনি তখন হাসতে হাসতে উত্তর দিয়েছেন, ‘আমি পরের ম্যাচে নামব কি না, সেটাই তো জানি না।‘
ধোনির ব্যক্তিগত পারফরম্যান্সও খুব একটা ভালো না। সবমিলিয়ে চেন্নাইয়ের পক্ষে পরের ম্যাচ খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট কিছুদিন আগে ধোনিকে নিয়ে বলেছেন, ‘একটা বড় নাম এমএস ধোনি। ওর তো আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। সব কিছুই অর্জন করে ফেলেছে। ভবিষ্যতে কী করা উচিত, তা ধোনিই সবচেয়ে ভালো জানবে। কিন্তু খুব তাড়াতাড়ি ওকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এটা বলা কষ্টের। তবুও বলব, ধোনিকে আর দেখা না গেলেই ভালো। ওকে আমি ভালোবাসি। ধোনি আইকন ক্রিকেটার। তবে এবার হয়তো সময় এসেছে বিদায় বলার।‘
গতকালের ম্যাচে চেন্নাইকে হারিয়ে ম্যাচটি জিতে নিয়েছে পাঞ্জাব। তারা উঠে এসেছে টেবিলের দুইয়ে।
এমএইচ//