বিগত দেড় দশকে আওয়ামী লীগের দমন-পিড়ন ও গণহত্যার বিচারসহ সকল অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় রাজধানীতে সমাবেশ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।
এর আগে বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তা প্রচার করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্রজনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট উৎখাত করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেয়নি। ফলে আমরা আবারও রাজপথে নেমেছি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে এনসিপির ঢাকা মহানগরের সমাবেশে সর্বস্তরের মানুষকে যোগ দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগদান করুন এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষার্থে দেখা হবে বিক্ষোভ সমাবেশে।
এমএ//