খেলাধুলা

দুই সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড 'এ' দল

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

বাংলাদেশে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল পৌঁছে গেছে। বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে কিউই স্কোয়াড ঢাকায় এসে নামে। শুক্রবার (২ মে) দুপুরে আরেকটি ফ্লাইটে তাদের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

এই সফরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল ৫ ম্যাচের সিরিজ খেলবে। যারমধ্যে ৩ টি ওডিআই ও ২ টি চারদিনের ম্যাচ।

সোমবার (৫ মে) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে দ্বিতীয় ওয়ানডে হবে এবং ১০ মে তৃতীয় ওয়ানডে হবে সিলেটের আউটার স্টেডিয়ামে।

এরপর ১৪ মে সিলেটেই চারদিনের প্রথম ম্যাচ খেলবে দুই দল। সিরিজের শেষ চারদিনের ম্যাচটি হবে ২১ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড ‘এ’ দল: মোহাম্মদ আব্বাস, আদিল অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হ্যাফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।

এমএইচ//