খেলাধুলা

বিজয়দের সামনে বড় লিড পাকিস্তান শাহিনসের

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ দলের ওপর বেশ আধিপত্য দেখিয়ে চলছে পাকিস্তান শাহিনস। আগের দিন মাত্র ১২২ রানে অলআউট হয় এনামুল হক বিজয়রা। এরপর ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২ রানে দিন শেষ করে স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রানে অবস্থান করছে তারা। 

পাকিস্তান শাহিনসের লিড এখন ২৪৫ রান। মিডল অর্ডার ব্যাটার উমর আমিন একাই নিয়ন্ত্রণে নেন ম্যাচ। তার ব্যাটে এসেছে ১৭৭ রান। উমরের ব্যাটে আসে ২৩ টি চার ও ১ টি ছক্কা। শাহিনস অধিনায়ক সৌদ শাকিলের ব্যাটেও এসেছে কার্যকরী ইনিংস। তিনি করেছেন ৭৬ টি রান। 

উমর ও শাকিল মিলে দ্বিতীয় উইকেট জুটিতে দলের পক্ষে তোলেন ১৯৫ রান। দিন শেষের আগে সাদ খান ৩১ রান ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত ছিলেন। 

বাংলাদেশ এ দলের পক্ষে ৩৯ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছেন হাসান মুরাদ। তানজিম হাসান সাকিব ও নাঈম হাসান ১ টি করে উইকেট নিয়েছেন। যদিও মুরাদ ছাড়া আর কোনো বোলার তেমন কোনো প্রভাব রাখতে পারেনি। 

এম এইচ//