চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে খেলতে পারবেন না বার্সেলোনা ডিফেন্ডার জুলস কুন্দে। এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামা নিয়েও আছে শঙ্কা।
বার্সেলোনার জন্য কুন্দের না থাকাটা বেশ চিন্তারই কারণ। গত বুধবার (৩০ এপ্রিল) রাতে সেমির প্রথম লেগে ইন্টারের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। এই ম্যাচের ৪২তম মিনিটে চোট পান কুন্দে, এরপর তাকে মাঠ ছাড়তে হবে।
জানা যায়, কুন্দের বাঁ পায়ের একাংশে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তিনি। তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, স্পষ্ট জানা যায়নি। তবে স্প্যানিশ কিছু গণমাধ্যম বলছে, অন্তত ২ সপ্তাহ সময় লাগবে এই লেফট ব্যাকের সেরে উঠতে।
আগামী মঙ্গলবার (৬ মে) ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলতে মাঠে নামবে বার্সেলোনা। লা লিগায় আগামী ১১ মে (রোববার) রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাবটি।
এমএইচ//