দেশজুড়ে

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৮

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)শুক্রবার (২ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (১ মে) মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০) ও সানি(২৬)।

এসি মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে চুরির মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি | মোহাম্মদপুর | গ্রেপ্তার