সৌদি আরবের দাম্মামে গানের তালে মঞ্চ মাতালেন বাংলাদেশের রক লিজেন্ড জেমস। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ এর তৃতীয় দিনে গান পরিবেশন করেন তিনি।
সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে জেমস ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে পারফর্ম করেন বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ এবং ডিজে সাফা। বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিয়েছে ভারত, সুদান ও ফিলিপাইনের সঙ্গীত শিল্পীরা। প্রতিটি দেশ নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংগীত, নৃত্য ও নানা পারফরম্যান্সের মাধ্যমে তুলে ধরেছে।
জেমস গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি গর্বেরও। দেশ ও বাংলা গানের প্রতিনিধিত্ব করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু।
সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে এক মঞ্চে তুলে ধরা। উৎসবের দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন বাংলাদেশের ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। প্রথমদিন মঞ্চে পারফর্ম করেন কনা ও আকাশ মাহমুদ।
আসছে ৯ মে জেদ্দায় আয়োজিত আরও একটি কনসার্টেও অংশ নেবেন জেমস। শেষ দিনে বাংলাদেশের পক্ষে মঞ্চে উঠবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।
এসকে//