আন্তর্জাতিক

পোপের বেশে ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পোপ হওয়ার ইচ্ছা প্রকাশ করে সবে একটু হইচই ফেলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই পোপের পোশাক পরে নিজের ছবি পোস্ট করে যেন আগুনে ঘি ঢাললেন তিনি! এআই দিয়ে বানানো সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক আর সমালোচনার ঝড়।

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। এর মাত্র কয়েক দিন আগে রসিকতা করে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান’।

ট্রাম্প মূলত ক্যাথলিক নন এবং নিয়মিত চার্চে যান না। তবে গত মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল, ৮৮ বছর বয়সে নিজ বাসভবনে মারা যান এবং ২৬ এপ্রিল তাঁকে সেন্ট পিটার্স স্কয়ারের অন্ত্যেষ্টিক্রিয়ার পর রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত করা হয়।

শুক্রবার (০২ মে) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এআই দিয়ে তৈরি পোপের বেশে নিজের ছবিটি পোস্ট করেন। পরে সেটি হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। ছবিতে দেখা যায়, পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প এবং ডান হাতের তর্জনী উঁচিয়ে আছেন।

ছবিটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। ‘রিপাবলিকান এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি গ্রুপ ছবিটি শেয়ার করে লিখেছে, ‘ক্যাথলিকদের প্রতি নির্লজ্জ অপমান এবং তাঁদের বিশ্বাস নিয়ে উপহাস করা হয়েছে।’

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি অবশ্য এ নিয়ে সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি।

এর মধ্যে শনিবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকার নিজের গলফ ক্লাবে গাড়িবহর নিয়ে হাজির হন ট্রাম্প। সেখানে বেশ কিছু সমর্থক তাকে স্বাগত জানান। ৩০ বছর বয়সী এক ইহুদি সমর্থক, ডেবি ম্যাকচিয়া, বলেন, ‘স্পষ্টতই তিনি মজা করেছেন। তবে আমি চাই না তাঁরা পোপ বা অন্য কোনো ধর্মীয় বিষয় নিয়ে অবমাননাকর কিছু করুক।’

ট্রাম্পকে নিয়ে বিতর্কটা কিন্তু এখানেই শেষ নয়।

গেলো ২৯ এপ্রিল এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান। জবাবে ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, ‘আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ।’ সঙ্গে সঙ্গেই তিনি আরও যোগ করেন, ‘আসলে আমার কোনো পছন্দ নেই। তবে আমাদের এক কার্ডিনাল আছেন, যিনি নিউইয়র্ক থেকে এসেছেন। তিনি খুব ভালো। দেখা যাক কী হয়।’

 

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও পড়ুন পোপ | ডোনাল্ড ট্রাম্প