বিনোদন

এবার একসঙ্গে আসছেন ইমরান-আলিয়া

বিনোদন ডেস্ক

বলিউডে রক্তের সম্পর্ক কখনো আলোচনায় আসে গসিপ হয়ে, কখনো বা গৌরব হয়ে।  এমন এক আত্মীয়তার বন্ধনে বাঁধা আছেন বলিউডের দুই তারকা আলিয়া ভাট ও ইমরান হাশমি। সম্পর্কের দিক থেকে তারা দূর সম্পর্কের ভাই-বোন।  কিন্তু ইন্ডাস্ট্রিতে একসঙ্গে এত বছর কাটিয়ে দিলেও কখনও বড় পর্দায় শেয়ার করেননি । 

তাদের পর্দার বাইরে এই আত্মিক সম্পর্ক থাকলেও পর্দার ভক্তদের কাছে সবসময়ই একটা অপূর্ণতা রয়ে গেছে।  আর সেটি হচ্ছে এই দুই অভিনয়শিল্পীকে এক ফ্রেমে না দেখতে পারার আক্ষেপ।  তবে সম্প্রতি ইমরান হাশমির এক মন্তব্যে তৈরি হয়েছে দর্শকমহলে নতুন আশার আলো।

সম্প্রতি গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে ইমরান বলেন , আলিয়া এখনকার অন্যতম সেরা অভিনেত্রী।  পর্দায় ওকে দেখলে চোখ ফেরানো যায় না।  অভিনয়ে ওর আত্মনিবেদন দেখার মতো।

শুধু প্রশংসা করেই থেমে থাকেননি এই অভিনেতা বরং, তিনি স্পষ্টভাবে বলেছেন যদি সঠিক স্ক্রিপ্ট এবং একজন দক্ষ নির্মাতা থাকে তাহলে তিনি আলিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী।

যদিও ইমরান ও আলিয়ার সম্পর্ক নিয়ে বহুবার আলোচনা হয়েছে।  তবে তাদের একে অপরের প্রতি সম্মান বরাবরই সুস্পষ্ট।  ইমরান বলেন , ছোট থেকে আলিয়াকে বড় হতে দেখেছি। কিন্তু ও যেভাবে নিজেকে গড়ে তুলেছে, সেটা কেবল পরিবার নয়, একজন শিল্পী হিসেবেও আমাকে মুগ্ধ করেছে।

ইমরান আরও বলেন, তার নিজের ক্যারিয়ারেও আলিয়ার বাবা মহেশ ভাটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।  ভাট সাহেব প্রথম দিককার চলচ্চিত্র জীবনে তার ওপর ভরসা রেখেছিলেন, সেটা সে ভুলতে পারি নি।

সামাজিক মাধ্যমে বহুবার ভক্তদের মন্তব্যে উঠে এসেছে, কবে ইমরান-আলিয়াকে একসঙ্গে দেখা যাবে? তবে হয়তো বা সেই বহুদিনের অপেক্ষা এবার ফুরচ্ছে? ইমরানের মন্তব্যের পর এই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। ইন্ডাস্ট্রিতে যখন রিমেক, রিয়ুনিয়ন কিংবা নতুন জুটি নিয়ে কাজ হচ্ছে, তখন সত্যি সত্যি আলিয়া-ইমরানের যুগলবন্দীই হতে পারে বলিপাড়ার এক নতুন চমক। 

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউডে | ইমরান-আলিয়া