আন্তর্জাতিক

পাকিস্তানি নারীকে বিয়ে করে চাকরি খোয়ালেন ভারতীয় জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভালোবাসার কোনো বর্ডার থাকে না- কথাটা শুনতে যতই সুন্দর লাগুক, বাস্তবে কিন্তু তা মোটেই সহজ নয়! বিশেষ করে যখন বিষয়টা ভারত-পাকিস্তানের মতো দুই চিরবৈরী দেশের মধ্যে হয়। আর সেই ভালোবাসার খেসারত এবার দিলেন ভারতের সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ, যিনি পাকিস্তানি নারীকে বিয়ে করে চাকরি হারিয়ে এখন খবরের শিরোনামে!

রোববার (০৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা ইতোমধ্যেই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন মাত্রা যোগ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিএফে যোগ দেন মুনির আহমেদ। এরপর তিনি পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ে করেন।

অভিযোগ উঠেছে, মুনির এই বিয়ের তথ্য গোপন করেছেন এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজের বাড়িতে রেখেছেন, যা সিআরপিএফের মতে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’। এ কারণেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মুনির আহমেদ অবশ্য দাবি করছেন ভিন্ন কথা। তার ভাষ্য, তিনি সদর দফতর থেকে লিখিত অনুমতি নিয়েই মিনালকে বিয়ে করেছিলেন। বরখাস্ত হওয়ার খবরটিও প্রথমে তিনি সংবাদমাধ্যম থেকেই জানতে পারেন। পরে সিআরপিএফের কাছ থেকে একটি চিঠি পান, যেখানে তাকে বরখাস্তের কথা জানানো হয়।

মুনির বলেন, ‘বিষয়টি আমার ও আমার পরিবারের জন্য বিশাল ধাক্কা। কারণ, আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে করেছি।’

এদিকে মুনির আহমেদ সিআরপিএফের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ভারত-পাকিস্তান সম্পর্ক এমনিতেই বেশ কিছুদিন ধরে উত্তপ্ত। বিশেষ করে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। এমন অবস্থায় সিআরপিএফের এক জওয়ানের পাকিস্তানি নারীকে বিয়ে করা এবং সেই তথ্য গোপন করার ঘটনা নিয়ে ভারতের নিরাপত্তা মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান