রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সবাইকে কিছুটা ছাড় দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (০৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি।
আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, কমিশনের প্রধান লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা। সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার বিষয়গুলোই থাকবে।
তিনি বলেন, ‘রাষ্ট্র গঠনের মৌলিক জায়গাগুলোতে একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’
রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শুধু এই টেবিলে আলোচনা করে জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। সবাইকে সহযোগীদের সঙ্গে কথা বলতে হবে। অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলতে হবে। কীভাবে একমত হওয়া যায় তা ভাবতে হবে।
রাজনৈতিক শক্তিগুলোর ওপর আশা ও আস্থার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, রাজনৈতিদ দলগুলো মতভিন্নতা সংকুচিত করে একমত হবে। কমিশন মূলত অনুঘটকের ভূমিকা পালন করছে।
চলতি মে মাসের মাঝামাঝি থেকে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে।’
রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায় জানিয়ে তিনি বলেন, এটিও ইতিবাচক।
সংলাপে সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এসি//