পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে কুরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ইজারা দেওয়ার বিজ্ঞপ্তিও স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। ফলে এবারের কুরবানির ঈদে আফতাবনগরে পশুর হাট বসছে না।
এর আগে, গেল ২১ এপ্রিল ঈদুল আযহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরসহ ১১টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারার বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গেল ২৪ এপ্রিল রিট করেন।
রিটে বলা হয়, আফতাবনগর একটি পরিকল্পিত আবাসন এলাকা, যেখানে বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করছেন। এই এলাকায় পশুর হাট বসানো হলে জনদুর্ভোগ ও পরিবেশদূষণ সৃষ্টি হবে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানান, আফতাবনগর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। অথচ দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দেয়, যা আইনগতভাবে বৈধ নয়।
তিনি আরও বলেন, ২০২৩ সালেও একই বিষয়ে রিট করা হলে হাইকোর্ট আফতাবনগরের একটি বড় অংশে হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এমএ//