বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য গ্রীন চ্যানেল সুবিধা চালু করেছে। এ সুবিধার আওতায় ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।
রোববার (৪ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সার্টিফিকেটগুলো সত্যায়িত করার প্রয়োজন হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এজন্য একটি ডেডিকেটেড ‘গ্রিন চ্যানেল’ সার্ভিস চালু করা হয়েছে। দূতাবাস ও ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার (বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায়) চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ডেডিকেটেড হটলাইন চালু করেছে। দূতাবাসের নম্বরগুলো হলো– ০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯। ভিসা সেন্টারের নম্বর– ০২২২১২৮০৩২৬১। এ ছাড়া ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ০১৮৮৫০৪১৩৬৪ নম্বরে একটি হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপও খোলা হয়েছে।
আই/এ