দেশজুড়ে

গোডাউনের তালা ভেঙে ট্রাকে করে মালামাল লুট

সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকোর এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ১৫ লাখ টাকার মালামালসহ নগদ ৫ লাখ টাকা লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।

রোববার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে মো. নাসিমের মালিকানাধীন গোডাউনে এই ডাকাতির ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছে।

গোডাউনে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি ট্রাকে করে ৮-১০ জনের একদল ডাকাত গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিকআপে লোড করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে তারা মালামাল ভর্তি ট্রাকসহ পালিয়ে যায়।

এব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাসিম বলেন, রাত ২ টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল আমার গোডাউনে হামলা করে ১৫ লাখ টাকার মালামাল ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয় বাজারের দুজন পাহারাদারের সামনেই এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়। আমার ব্যবসার ৮০ শতাংশই ঋণের টাকায় করা। আমি দ্রুত এই ডাকাতদের গ্রেফতার করে আমার লুটকৃত মালামাল উদ্ধারের দাবী জানাই

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ধামরাই | ডাকাতি