দেশজুড়ে

ঝুলন্ত অবস্থায় মিললো ব্যবসায়ীর মরদেহ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মাদারীপুরে সিলিং ফ্যান থেকে প্রিন্স মাদবর (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (০৫ মে) দুপুরে ১নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।   

নিহত প্রিন্স শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের হাজী চাঁন মিয়া মাদবরের ছেলে। পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি। 

স্বজনদের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায় , গুয়াতলা এলাকায় চতুর্থ তলার ফ্ল্যাট বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া থাকতেন প্রিন্স মাদবর। তাকে ডাকাডাকি করেও কোনও সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলেন তারা। এরপর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রিন্সের মরদেহ দেখতে পান তারা। এরপর তাকে নামিয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। 

ওসি রতন শেখ আরও বলেন, স্বজনদের দাবি তিনি আত্মহত্যা করেছেন।  এই ঘটনার সত্যতা জানতে দ্রুতই আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন মাদারীপুরে | ঝুলন্ত মরদেহ