আন্তর্জাতিক

স্পোর্টস হোস্টেলে ২ কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের কোল্লামে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এসএআই)-এর একটি আবাসিক হোস্টেলের কক্ষ থেকে দুই কিশোরী ক্রীড়াবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নিহত কিশোরীদের বয়স যথাক্রমে ১৭ ও ১৫ বছর। তারা দুজনই ক্রীড়া প্রশিক্ষণার্থী ছিলেন। ১৭ বছর বয়সী ক্রীড়াবিদ অ্যাথলেটিকস বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরজন ছিলেন কাবাডি খেলোয়াড় এবং দশম শ্রেণিতে পড়তেন। তাদের একজন কোল্লাম জেলার কোঝিকোড় এলাকার বাসিন্দা এবং অন্যজন তিরুবনন্তপুরমের বাসিন্দা।

হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীরা ভোরে লক্ষ্য করেন, নির্ধারিত সময় অনুযায়ী ওই দুই কিশোরী সকালের প্রশিক্ষণ সেশনে উপস্থিত হয়নি। এরপর একাধিকবার দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে হোস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন কক্ষের ভেতর দুজনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী কিশোরীটি সাধারণত অন্য একটি কক্ষে থাকতেন। তবে বুধবার রাতে তিনি তার সহপাঠীর কক্ষেই অবস্থান করছিলেন। এছাড়া ভোরের দিকে অন্য শিক্ষার্থীরা দুজনকেই জীবিত অবস্থায় দেখেছিলেন বলেও পুলিশ জানায়।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হোস্টেল ও ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #কেরালা #স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া #দুই কিশোরী ক্রীড়াবিদের ঝুলন্ত মরদেহ