খেলাধুলা

কিউইদের পাত্তা না দিয়ে জয় তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একেবারেই পাত্তা পেল না নিউজিল্যান্ড ‘এ’ দল। সোমবার (৫ মে) সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কেবল দুই ব্যাটার। ডিন ফক্সক্রপট ৬৪ বলে ৭২ রান করেন, অন্যদিকে রাইউস মারিউ করেন ৫১ বলে ৪২ রান।

এই দুইজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশি পেসারদের দাপটে প্রথম ৭ ওভারেই ৪ উইকেট হারায় কিউইরা।

নিউজিল্যান্ড দল ৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষপর্যন্ত তারা ১৪৭ রান করে অলআউট হয়েছে।

খালেদ আহমেদ ৩ উইকেট, তানভীর ইসলাম ৩ উইকেট সংগ্রহ করেন। শরিফুল ইসলাম ও এবাদত হোসেন নেন ২ টি করে উইকেট।

অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চার ওভারে ৩০ রান তোলে দুই ওপেনার নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। নাঈম ২০ বলে করেন ১৮ রান। অন্যদিকে ১২ বলের ছয়টিতে বাউন্ডারি হাঁকানো পারভেজ আউট হন ২৪ রানে।

এনামুল হক ও মাহিদুল ইসলামের জুটি অবশ্য বাংলাদেশকে চিন্তায় পড়তে দেয়নি। এনামুল অবশ্য ফিরেছেন ৪৫ বলে ৩৮ রান করে। অন্যদিকে মাহিদুল ৬১ বলে ৪২ রান করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

এমএইচ//