ওডিআই র্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। বার্ষিক র্যাংকিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এতে ৯ থেকে ১০ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল।
টেস্ট ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। টেস্টে ৯ নম্বর র্যাংকিংয়ে আছে দল। টি-টোয়েন্টি র্যাংকিংয়েও ৯ নম্বর অবস্থানে আছে। তবে এখানে ৪ রেটিং হারিয়েছে তারা।
অস্ট্রেলিয়া টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে। ইংল্যান্ড উঠে গেছে চার থেকে দুই নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা চার থেকে তিন নম্বরে উঠে এসেছে। ভারত নেমে গেছে তিন থেকে চারে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থানে আছে ভারত। অস্ট্রেলিয়া ওডিআইতে দুই থেকে তিনে নেমে গেছে। তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে গেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার র্যাংকিং ছিল ছয়, তারা এখন চার নম্বরে আছে। পাকিস্তান চার নম্বর থেকে পাঁচ নম্বর, দক্ষিণ আফ্রিকা ছয় থেকে সাত নম্বর, ইংল্যান্ড সাত থেকে আট নম্বর, আফগানিস্তান আট থেকে সাত নম্বরে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ দশ থেকে নয় নম্বরে উঠে এসেছে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে প্রথম ছয় দলের অবস্থান আছে একইরকম। শীর্ষে ভারত, দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ, ছয় নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে শ্রীলঙ্কা আট থেকে সাত নম্বরে উঠে এসেছে, পাকিস্তান সাত থেকে আট নম্বরে উঠে এসেছে। বাংলাদেশ ও আফগানিস্তান আছে ৯ ও ১০ নম্বরে।
এমএইচ//