ঠাকুরগাঁওয়ে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী দীপক চন্দ্র (৩৫)। এ সময় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও দুইজন।
সোমবার (০৫ মে) বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে লাহিড়ীহাট যাওয়ার রাস্তায় লংকাপুর মুহুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ।
নিহত দীপক চন্দ্র ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের অরুণ চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন নিলয় চন্দ্র রায় (২৫) ও হৃদয় চন্দ্র রায়(১৯)।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, লাহিড়ী বাজারের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় রাস্তা ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাথা ও বুকে আঘাত পেয়ে নিহত হন দীপক চন্দ্র এবং আহত হন মোটরসাইকেল চালকসহ আরও দুজন।
নিহত দীপকের চাচা বরুণ চন্দ্র রায় বলেন, লাহিড়ী এলাকায় দুপুরে আত্মীয়দের বাড়িতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে যাচ্ছিলেন দীপকরা। লংকাপুর মুহুরীপাড়া এলাকায় বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চাকার নিচে। এতে ঘটনাস্থলে মারা যায় দীপক।
মোটরসাইকেল চালক হৃদয় জানান, ট্রাক্টরের পেছনের লোহার হুক লেগে তারা তিনজনে পড়ে যায়। এতে ট্রাক্টরের পেছনের চাকা তার পা এবং দীপক কাকার বুকের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলেই চাচা মারা যায় আর তারা দুজনে আহত হন।
ওসি শওকত জানান, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে//