খেলাধুলা

যে কারণে পেশোয়ারের একাদশে সুযোগ মিলছে না নাহিদ রানার

স্পোর্টস ডেস্ক

ছবি: পেশোয়ার জালমি

পিএসএলে পেশোয়ার জালমির একাদশে সুযোগের অপেক্ষায় আছেন নাহিদ রানা। তিনি গত ২৭ এপ্রিল পিএসএলে খেলতে গেছেন। এরপর থেকে পেশোয়ার ৩ টি ম্যাচ খেলেছে, তবে নাহিদকে তারা দলে নেয়নি।

পিএসএলের শুরু থেকে না থাকাতেই কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে নাহিদকে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের কারণে ৫ ম্যাচ পর দলে যোগ দেন তিনি।

নাহিদের বিকল্প হিসেবে ৫ ম্যাচের জন্য ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে দলে নেয় পেশোয়ার। এই সুযোগ দারুণভাবে কাজে লাগান উড। নাহিদ দলে যোগ দিলেও উডের পারফরম্যান্সের ওপর ভরসা রেখেছে পেশোয়ার ম্যানেজমেন্ট।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন উড। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৯৪।

আলজারি জোসেফও পেশোয়ারের হয়ে দারুণ বল করে যাচ্ছেন। তিনি ৮ ম্যাচ খেলে ১২ টি উইকেট নিয়েছেন। তিনি ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৮০। উডের সঙ্গে জোসেফের জুটিটাও জমেছে বেশ।

এই সবকিছু মিলিয়ে পেশোয়ার জালমির হয়ে এখনো খেলা হচ্ছে না নাহিদ রানার।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন পেশোয়ার জালমি | নাহিদ রানা