ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম পাওয়ারফুল কাপল হিসেবে পরিচিত অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই তারকা দম্পতির সংসারে নতুন অতিথি আসছে অর্থাৎ শোভিতা ধুলিপালা মা হতে চলেছেন। চলতি বছরের জানুয়ারিতে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। খবর রটেছে বিয়ের পাঁচ মাসের মাথায় অন্তঃসত্ত্বা তিনি।
এমন খবর ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয় নাগা- শোভিতাকে নিয়ে। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ২০২৫-এ উপস্থিত হয়েছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সেখানে শোভিতার লুক দেখে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোভিতা সেখানে একটি শাড়ি পরেছিলেন এবং তার লুক দেখে অনুমান করা হয় যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
যদিও এ নিয়ে নাগা ও শোভিতা এখনো কোনো কথা বলেননি। এতে আরও সন্দেহ ঘুরপাক খায় নেটিজেনদের মাঝে।
ওই ছবি প্রকাশ্যে আসার পরই তাদের আলোচনা বহুগুণে বৃদ্ধি পায়। তবে তার একটি পারিবারিক সূত্র বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র ভারতীয় এক সিনে ম্যাগাজিনকে শোভিতা ধুলিপালার মা হওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করেছেন। ‘ঢিলা পোশাক পরার মানে এই নয় যে তিনি অন্তঃসত্ত্বা’-এমনটাই দাবি ওই সূত্রের।
সূত্র থেকে জানা গেছে, ‘শোভিতা মোটেই অন্তঃসত্ত্বা নন। শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন ঠিকই। কিন্তু মাতৃত্বকালীন পোশাক পরেননি।’
প্রসঙ্গত, শোভিতা-নাগা র ব্যক্তিগত জীবন নিয়ে বার বার সংবাদের শিরোনাম হয়েছে। দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন নাগা চৈতন্য।
তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এবং সম্প্রতি বলিউডে নাম লেখানো এই অভিনেত্রী অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর প্রেমে পড়েছিলেন।
তারপরই বিয়ে করেন অভিনেতা নাগার্জুনের এই ছেলেটিকে। তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তাঁরা।
২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয় দু’পক্ষই। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে।
সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।
বেশ কয়েক মাস ধরে সম্পর্কে থাকার পর অবশেষে ২০২৪ সালের ৪ ডিসেম্বর নাগা চৈতন্যকে বিয়ে করেন।
এর আগে আগস্ট মাসেই বাগদান পর্ব সেরেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।
এমআর//