ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ নেওয়ার ইসরাইলি পরিকল্পনাকে ‘সরাসরি প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এটি উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেয়।
সোমবার ইসরাইল নতুন করে গাজা ভূখণ্ডের কিছু অংশ দখলের পরিকল্পনা অনুমোদন করে। এতে ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা দক্ষিণে সরিয়ে দেওয়ার উদ্যোগ, ত্রাণ সরবরাহ ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ এবং লক্ষাধিক রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
এসকে//