শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-২ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে।
সিরিজের প্রথম ম্যাচটি পরাজিত হয় বাংলাদেশ। এরপর টানা ৩ টি ম্যাচে জয় পায় তারা। পঞ্চম ম্যাচে হেরে কিছুটা চাপে পড়ে লাল-সবুজের যুবারা। সিরিজের শেষ ম্যাচটিতেই নির্ধারিত হতো বিজয়ী দল।
শেষ ম্যাচে প্রবল বৃষ্টি দেখা দেয় কলম্বোতে। আর এতে খেলার কিছু অংশ হলেও, শেষপর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে সিরিজটি জিতে নেয় বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার জাওয়াদ আবরার। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকীর ব্যাট বাংলাদেশের জন্য শক্তি হয়ে দাঁড়ায়। এই জুটি ৬৫ রানের জুটি গড়ে তোলে।
কালাম ফিরে যান, তবে আজিজুল খেলতে থাকেন। সেঞ্চুরিটা করা হয়নি তার। ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৪ রান করে আউট হয়েছেন তিনি। আজিজুল ফিরলে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে এগিয়ে চলে বাংলাদেশ। যখন খেলা ৩৯.১ ওভার, ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অবস্থান করছে সফরকারীরা, তখন বৃষ্টি হানা দেয়।
লম্বা সময় অপেক্ষার পরও ম্যাচ শুরু করা যায়নি। ফলে অফিশিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে।
এমএইচ//