আন্তর্জাতিক

দুই দিনে ভারতীয় ৩০টি ড্রোন ভূপাতিত, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা বাহিনী গেল দুই দিনে ভারতের পাঠানো অন্তত ৩০টি ড্রোন ভূপাতিত করেছে। সর্বশেষ ড্রোনটি বৃহস্পতিবার (০৮ মে) বাহাওয়ালনগরে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান, পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থা বাহাওয়ালনগরের আকাশে ভারতের একটি হার্পি ড্রোনকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, "ভারতের আগ্রাসনের জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যকরভাবে কাজ করছে।"

পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, দুই দিনের মধ্যে মোট ৩০টি ভারতীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে।

আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান অত্যন্ত সতর্কতার সঙ্গে ২৯টি ড্রোন লক্ষ্য করে সফলভাবে লক্ষ্যবস্তু তৈরি করেছে। মাত্র একটি ড্রোন বিস্ফোরণে চার সেনা আহত হয়েছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে।

তিনি আরও দাবি করেন, ভারতীয় ড্রোন হামলায় তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ভারত বলছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা চালায়। জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা এবং হিরানগর ছিল এই হামলার লক্ষ্য। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক স্থাপনাগুলোর দিকে এগিয়ে এলেও সেগুলোকে সময়মতো শনাক্ত করে ধ্বংস করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই পরিস্থিতিতে চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরসহ বেশ কয়েকটি শহরে অস্থায়ীভাবে ব্ল্যাকআউট কার্যকর করা হয় নিরাপত্তার স্বার্থে।

এদিকে,  পাকিস্তানি আইএসপিআরের মহাপরিচালক ভারতীয় পক্ষের দাবি প্রত্যাখ্যান করে বলেন ভারত গেল রাতে অমৃতসরে চারটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল, এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ভারত #পাক-ভারত যুদ্ধ