খেলাধুলা

এক সপ্তাহের জন্য স্থগিত হলো আইপিএল

স্পোর্টস ডেস্ক

গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ হয়ে যায় ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের জেরে চলমান আইপিএল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) বিসিসিআই এর একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানায়। এরপর আনুষ্ঠানিকভাবে আইপিএল ১ সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় ভারতীয় বোর্ড। 

বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, 'ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৫ তাৎক্ষণিকভাবে এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।' 

গতকাল পাকিস্তান ভারতের জম্মুসহ বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় মিসাইল হামলা চালায়। এমনকি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ধর্মশালায়। সেখানে এয়ার রেইড সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়। তখন প্রথম ইনিংসের ১১তম ওভার চলছিল, এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। 

গত ২২ মার্চ শুরু হয়েছে এবারের আইপিএল, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

এমএইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | আইপিএল