ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই প্রেক্ষিতে নিজেদের আকাশসীমা সকল ধরণের বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১০ মে) এক প্রতিদেবনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে।
পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িক এই পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে ফ্লাইট চলাচল পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে। একইসঙ্গে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভারতীয় কর্তৃপক্ষ (এএআই ও ডিজিএসি) ঘোষণা করেছে, ৩২টি বেসামরিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গেল ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার জন্য ৭ মে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানকে দায়ী করে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালায়। যার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আর ওই হামলায় পাকিস্তানে হতাহতের ঘটনা ঘটে।
এর জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। শুক্রবার (০৯ এপ্রিল) রাতে তারা ‘অপারেশন বুনিয়ান উন মাসরুস’ নামে এক প্রতিরোধ অভিযান চালায়। পাকিস্তান দাবি করে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোর ওপর টার্গেট করে হামলা চালিয়েছে।
এসকে//