দক্ষিণ আফ্রিকার শুধুমাত্র টেস্ট দলের দায়িত্ব পালন করতেন শুকরি কনরাড। এবার তাকে তিন সংস্করণের কোচ হিসেবেই নিয়োগ দেওয়া হলো। তিনি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
দক্ষিণ আফ্রিকা ২০২৭ বিশ্বকাপের অন্যতম আয়োজক। সহযোগী দেশ হিসেবে থাকবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। এই বিশ্বকাপ মাথায় রেখেই কনরাডকে দায়িত্ব দেওয়া হয়েছে।
টেস্ট দলের দায়িত্বে থেকে কনরাড দক্ষিণ আফ্রিকা দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়েছেন। আগামী জুন মাসে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে প্রোটিয়ারা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) দেওয়া বিবৃতিতে কনরাড তার অনুভূতি জানিয়েছেন। তিনি বলেছেন, 'টেস্ট দলের কোচিং করা আমার ক্রিকেট যাত্রার সবচেয়ে বড় সুযোগ ছিল। এখন সাদা বলের দায়িত্ব পাওয়াও সত্যিই দারুণ ব্যাপার।'
এমএইচ//